সারাদেশে চলমান রয়েছে ‘অপারেশন ডেভিল হান্ট’। এ অপারেশনে সারাদেশে অনেক অপরাধি গ্রেফতার হচ্ছে। পাশাপাশি অন্যান্য অপরাদেও দেশে অনেক অপরাধি গ্রেফতার হয়েছে। গত ২৪ ঘন্টায় দেশে মোট ১ হাজার ৫২১ জনকে গ্রেফতার করা হয়, এর মধ্যে অপারেশন ‘ডেভিল হান্টে’ ৩৪৩ জন গ্রেফতার হয়েছে।
সোমবার সন্ধ্যায় পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর গণমাধ্যমে এমন তথ্য জানিয়ে বলেন, ‘অপারেশন ডেভিল হান্ট’ ও অন্যান্য অপরাধে গতকাল রাত থেকে আজ পর্যন্ত ১ হাজার ৫২১ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার ৩৪৩ জন এবং অন্যান্য মামলা ও ওয়ান্টেমূলে গ্রেফতার ১১৭৮ জন।
অপারেশন ডেভিল হান্টে এ পর্যন্ত একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ১১ রাউন্ড গুলি, ৬টি শটগান কার্তুজ, তিনটি ছুরি, তিনটি তলোয়ার, একটি কুড়াল, ১০টি ককটেল, ৮টি লাঠি, ৪টি রড এবং ৪টি রামদা উদ্ধার করা হয়েছে।
প্রসঙ্গত, ডেভিল অর্থ হচ্ছে ‘শয়তান’ আর হান্ট অর্থ ‘শিকার’। ডেভিল হান্ট, যার বাংলা অর্থ গিয়ে দাঁড়ায় ‘শয়তান শিকার’ করা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষিত ডেভিল হান্ট বলতে দেশবিরোধী চক্র, সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনতে বোঝানো হয়েছে।