রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে ৩ দিন ব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারী) সকালে উপজেলা পরিষদ শিশু পার্কে ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্প (সিএসএডব্লিউএম) (ডিএই পার্ট) প্রকল্পের আওতায় এই ক্লাইমেট স্মার্ট কৃষি মেলার উদ্বোধন করা হয়। উপজেলা কৃষি অফিসের আয়োজনে, উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ ড. মোঃ শহিদুল ইসলাম। এসময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি বিপণণ অফিসার নাঈম আহম্মেদ, উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম, প্রাণী সম্পদ কর্মকর্তা মানোবেন্দ্রো মজুমদার, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো: ফারুক হোসেন উপস্থিত ছিলেন।