মহেশপুর সীমান্ত এলাকা থেকে ৪৩৬ বোতল ভরাতীয় ফেনসিডিল উদ্ধার করেছে ৫৮ বিজিবি। রোববার দিবাগত রাতে উপজেলার মাটিলা সীমান্তে মালিকবিহীন এসব ফেনসিডিল উদ্ধার করা হয়। মহেশপুর ৫৮ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল মোঃ রফিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ভারতীয় একটি মাদকের চালান বর্ডার ক্রস করবে। সে অনুযায়ী, সীমান্ত পিলার-৫১/২-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কানাইডাংগা গ্রামের মাঠের মধ্যে হতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামি বিহীন ৪৩৬ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ফেনসিডিল মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।