বন্ধ করতে পারচ্ছে না উপজেলা প্রশাসন

মোহনপুরে অভিযানের পর আবারও ফসলি জমিতে পুকুর খনন

এম এম মামুন; রাজশাহী : | প্রকাশ: ১১ ফেব্রুয়ারী, ২০২৫, ১১:৫৪ এএম : | আপডেট: ১১ ফেব্রুয়ারী, ২০২৫, ১১:৫৪ এএম
মোহনপুরে অভিযানের পর আবারও ফসলি জমিতে পুকুর খনন

রাজশাহীর মোহনপুর উপজেলায় মহামান্য হাইকোর্টের নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখায়ে ফসলী জমিতে পুকুর খনন ও অবৈধ টক্টর দিয়ে মাটি করা হচ্ছে। এদিকে উপজেলা প্রশাসন অভিযান চালিয়েও পুকুর খনন করা বন্ধ করতে পাড়চ্ছে না বলে অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, রাজশাহীর মোহনপুর উপজেলার জাহানাবাদ ইউনিয়নের শুকতি বিলে রোববার ও সোমবার সন্ধায় অভিযান চালিয়ে আসার একমাত্র ঘন্টা পর আবারও শুরু করে পুকুর খননের কাজ। মৌগাছি ইউনিয়নের গোপালপুর স্কুলের পাশের বিলে বেশ কয়েদিন ধরে রাতে পুকুর খননের মাটি ১০/১২ টক্টর মাটি বহন রাস্তা ঘাটের বেহাল অবস্থা সৃষ্টি হলেও নেই কোন অভিযান। এদিকে বাকশিমইল ইউনিয়নের কালিগ্রাম-পত্রপুর, ধুরইল ইউনিয়নের বাদেজুল বিলে দাপিয়ে পুকুর খনন চলছে। ঘাসিগ্রাম ইউনিয়নের আতানারায়নপু-ঘাসিগ্রাম বিলে ফসলি জমিতে নতুন করে চলছে পুকুর খননের মহোৎসব। কেশরহাট পৌরসভার ফুলশো এলাকায় টক্টর দিয়ে আলাদাভাবে মাটি বহন করা হচ্ছে। খননকারী পুকুরের মাটি অবৈধ হাইড্রোলিক ট্রাক্টরে বহন করে চলাচল করায় রাজশাহী-নওগাঁ মহাসড়কসহ গ্রামীণ সড়ক গুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। অবৈধভাবে ট্রক্টর-ট্রলি দিয়ে মাত্রাতিরিক্ত মাটি বহনের কারণে গ্রামীণ সড়ক পথ গুলো ধ্বংসের মুখে পড়েছে। এছাড়া হাইড্রোলিক ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে জীবনও দিতে হচ্ছে পথচারীকে। দিনরাত চলে ট্রাক্টরে মাটি বহন। এসব যেন দেখার কেউ নেই। কোন খুটির জোরে চালিয়ে যাচ্ছে পুকুর খননের কাজ করছে প্রশ্ন সচেতন মহলের। সংশ্লিষ্ট কতৃপক্ষের হস্তক্ষেপে অবৈধ পুকুর খনন, সড়ক ধ্বংসকারী মাটি বহনে অবৈধ ট্রাক্টর বন্ধ করে এদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি এলাকাবাসী ও সচেতন মহলের। মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়শা সিদ্দিকা বলেন, পুকুর খনন বন্ধের জন্য অভিযান প্রতিনিয়ত চালনো হচ্ছে। কোন ভাবেই বন্ধ করা যাচ্ছে না। অভিযান শেষ করে আসামাত্র করেছে আবারও পুকুর খনন। পুকুর খননকারী ও অবৈধ টক্টর চলাচল বিষয়ে দ্রুত আইনের আওতায় এসে ব্যবস্থা নেওয়া হবে। মোহনপুর উপজেলা প্রকৌশলী মোছা: নুরনাহার বলেন, বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা হয়েছে। রাস্তায় মাটি নিয়ে চলাচল অবৈধ টক্টরের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে