পাবনা-সুজানগর প্রধান সড়ক কসাইখানায় পরিণত হয়েছে। এতে এলাকার পরিবেশ দূষিত হওয়ার পাশাপাশি অনেক সময় যানবাহন চলাচলেও বিঘ্ন সৃষ্টি হচ্ছে।
খোঁজ নিয়ে জানা যায়, পাবনা-সুজানগর প্রধান সড়ক একটি জনগুরুত্বপূর্ণ সড়ক। প্রতিদিন সড়কটি দিয়ে শতশত যাত্রীবাহী বাস এবং সিএনজিসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। সেই সঙ্গে স্থানীয় বাসিন্দারা সড়কটি দিয়ে পায়ে হেঁটে আশপাশের হাট-বাজার এবং মাঠে-ঘাটে যাতায়াত করেন। অথচ কতিপয় কসাই প্রতিদিন সকালে ওই সড়কের তারাবাড়ীয়া, সাদুল্লাপুর এবং দুবলিয়াসহ বিভিন্ন স্থানে অবৈধভাবে গরু-মহিষ জবাই করে স্থানীয় হাট-বাজারে মাংস বিক্রি করে থাকেন। উপজেলার তারাবাড়ীয়া গ্রামের আনোয়ার হোসেন বলেন কতিপয় চিহ্নিত কসাই প্রতিদিন সকাল ৫/৬টার দিকে পাবনা-সুজানগর প্রধান সড়কের বিভিন্ন স্থান দখল করে অবৈধভাবে গরু-মহিষ জবাই করে মাংস প্রস্তুত করেন। এর পর তারা ওই মাংস স্থানীয় হাট-বাজারে বিক্রি করেন। এতে একদিকে গরু-মহিষের মলমূত্রে এলাকার পরিবেশ দূষিত হয়, অন্যদিকে ওই সড়কে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। শুধু তাই নয়, যে কোন মুহূর্তে ওই সকল যানবাহন দুর্ঘটনায় পতিত হতে পারে বলেও এলাকাবাসী জানান। সুজানগর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আলী রেজা তালুকদার বলেন ঊর্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলে শিগগিরই প্রধান সড়কে গরু-মহিষ জবাই বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।