ডেভিল হান্ট: তৃতীয় দিনে রংপুরে ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ২১

এফএনএস (মমিনুল ইসলাম রিপন; রংপুর) :
| আপডেট: ১৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:০৪ পিএম | প্রকাশ: ১১ ফেব্রুয়ারী, ২০২৫, ০২:৩৯ পিএম
ডেভিল হান্ট: তৃতীয় দিনে রংপুরে ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ২১

জেলা অপারেশন ডেভিল হান্টের তৃতীয় দিনে রংপুর নগরীসহ এ বিভাগ থেকে ২১ জনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। এর মধ্যে নগরীতে ৩ জন ও রংপুর বিভাগের ৮ জেলা থেকে ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার  (১১ ফেব্রুয়ারি)  মহানগরের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে আরপিএমপি মিডিয়া সেল থেকে। 

পুলিশ সূত্রে জানা যায়, রংপুর নগরীর কোতোয়ালি থানা থেকে দু’জন এবং মাহিগঞ্জ থানা থেকে একজনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে রংপুর নগরীর ২৩ নং ওয়ার্ডের জলকর এলাকার নিষিদ্ধ ঘোষিত রংপুর মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান প্রিতম (২৫),  মাহিগঞ্জ এলাকার মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সিনিয়র সহ-সভাপতি ওমর ফারুক (৩৯) ও মধ্যগনেশপুর এলাকার ২২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য মন্টু মিয়া (৫৮)।

এছাড়াও রংপুর রেঞ্জের আট জেলার ১৮ জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।

অন্যদিকে অপারেশনের প্রথম দিন মহানগর ও রংপুর বিভাগে ১৯ জন, দ্বিতীয় দিনে ৩০ জন কে গ্রেফতার করা হয়েছে। এ পর্যন্ত ডেভিল হান্ট অপারেশনে রংপুর বিভাগ থেকে গ্রেফতার হয়েছে ৭০ জন। গ্রেফতার ব্যক্তিরা সবাই আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী। তাদের নামে একাধিক মামলা রয়েছে। সুনির্দিষ্ট তথ্য প্রমাণসহ আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত তাদেরই গ্রেফতার করা হচ্ছে বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী।

আপনার জেলার সংবাদ পড়তে