ব্রাহ্মণবাডড়িয়া গ্রাম পুলিশকে ৭কেজি গাজাসহ গ্রেপ্তার

এফএনএস (মো: আক্তারুজ্জামান, ব্রাহ্মণবাড়িয়া) : : | প্রকাশ: ১১ ফেব্রুয়ারী, ২০২৫, ০৩:১৬ পিএম : | আপডেট: ১৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:০৪ পিএম
ব্রাহ্মণবাডড়িয়া গ্রাম পুলিশকে ৭কেজি গাজাসহ গ্রেপ্তার

ব্রাহ্মণবাডড়িয়াার কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের দায়ীত্বরত গ্রাম পুলিশ হাকিম মিয়া(৩৮) কে ৭ কেজি গাজা সহ গ্রেপ্তার করেছে কসবা থানা পুলিশ ।সোমবার ১০ ফেব্রুয়ারি রাতে উপজেলার কুইয়াা পানিয়া এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে কসবা থানার উপপরিদর্শক ফারুক হোসেন তাকে গ্রেফতার করে। অভিযুক্ত হাকিম মিযয়া গোপীনাথপুর ইউনিয়নের কুইয়াা পানিয়া গ্রামের আবুল হাসেমের ছেলে।

পুলিশ জানাই দীর্ঘদিন ধরে হাকিম গ্রাম পুলিশের বেশে মাদক বিক্রিতে জড়িত ও গ্রাম পুলিশ হওয়াতে তাকে কেউ সন্দেহ করতো না এই সুযোগে তিনি গাজার ব্যবসা করতেন ইউনিয়নের সে ৫ নং ওয়ার্ডের গ্রাম পুলিশের দায়ীত্বে ছিল কসবা থানার ওসি মোহাম্মদ আব্দুল কাদের বলেন গ্রাম পুলিশের দায়ীত্বে থাকা অবস্থায় হাকিম মিয়ার বসতঘর থেকে গাঁজাসহ গ্রেফতার করা হয়েেেছ ও তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে