ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্তরে শুরু হয়েছে ৩ দিন ব্যাপি কৃষি প্রযুক্তি মেলা। মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্তরে কৃষি প্রযুক্তি মেলা ২০২৫ এর উদ্বোধন করেন কৃষি সম্প্রসারন অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (যশোর অঞ্চল) ড. মো: মোশাররফ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপপরিচালক ষষ্ঠি চন্দ্র রায়,কালীগঞ্জ উপজেলা নির্বাহি কর্মকর্তা দেদারুল ইসলাম,কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবুল আলম রনিসহ উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তারা।
কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবুল আলম রনি জানান,কৃষি প্রযুক্তি মেলায় ২২ টি স্টলে কৃষকরা তাদের উৎপাদিত ফসল প্রদর্শনের জন্য নিয়ে এসেছেন। কৃষকদের সঠিক পদ্ধতিতে চাষ করার জন্য আমরা সব সময় পরামর্শ দিয়ে আসছি। এ মেলায় এবার ফুল চাষীরাও তাদের উৎপাদিত ফুল প্রদর্শনের জন্য নিয়ে এসেছেন। বৃহস্পতিবার বিকালে এ মেলা সমাপ্ত হবে।