জামালপুরের বকশীগঞ্জ মাটিবাহী একটি মাহিন্দ্র গাড়ির ধাক্কায় আবু বক্কর ( ৩ ) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
১১ ফেব্রুয়ারী সকালে সাড়ে নয়টার দিকে বকশীগঞ্জ পৌর সদরের চরকাউরিয়া এলাকায় এ দুর্ঘটনার ঘটনা ঘটে।
আবু বক্কর পৌর এলাকার চরকাউরিয়ার পশ্চিম পাড়া গ্রামের হাফিজুর রমজানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আবু বক্কর সকালে বাড়ির পার্শ্ববর্তী রাস্তা পারাপারের সময় মাটিবাহী একটি মাহিন্দ্র ট্রাক্টর দ্রুত গতিতে যাওয়ার সময়ে আবু বক্করকে ধাক্কা দেয়। এতে ওই শিশু গুরুতর আহত হয়ে পড়ে। আহত অবস্থায় আবু বক্করকে উদ্ধার করে বকশীগঞ্জ হাসপাতালে চিকিৎসার জন্য আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
এ ব্যাপারে বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়িটি আটক করেছে। চালক পালিয়ে যায়। ঘাতক মাহিন্দ্র চ্লাককে গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।