দেশের অস্থিতিশীল পরিস্থিতি ও দ্রব্যমূল্যের উর্ধগতি ঠেকাতে খুব দ্রুত জাতীয় সংসদ নির্বাচন প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। তিনি সোমবার নোয়াখালীর বেগমগঞ্জের হাসান হাট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। স্কুল পরিচালনা কমিটির সভাপতি বাবু কামাক্ষা চন্দ্র দাস এর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক শাহাবুদ্দিন এর সার্বিক সহযোগিতায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা বিএনপির সদস্য ও বরকত উল্লাহ বুলুর সহধর্মিণী শামিমা বরকত লাকি,ফরাজি হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ মোক্তার হোসেন। এই সময় আরো উপস্থিত ছিলেন চৌমুহনী পৌর বিএনপির সভাপতি জহির উদ্দিন হারুন, বেগমগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুল হক আবেদ, চৌমুহনী ব্যবসায়ী সমিতির কার্যকরী সভাপতি ও বিএনপি নেতা মোরশেদুল আমীন ফয়সল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহসিন আলম সহ অনেকেই।