গাবতলীতে সন্ত্রাসী কায়দায় বিভিন্ন গাছ কেটে শত বছরের দখলিয় জমি দখলের চেষ্টা করা ও ৩ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন, থানায় ১১ জনের নামে লিখত অভিযোগ দিলেও বিবাদী থানায় হাজির হয়নি।
থানার অভিযোগ সুত্রে জানাগেছে, গাবতলী সদর ইউনিয়নের চকসদু গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে আবু সুফিয়ান বাদী হয়ে অভিযোগে বলেছেন, চকসদু মৌজার ৭০১/৮১৭ দগের ৭ শতক জমি বাদী ও তার ভাইদের শত বছরের পৈত্রিক সম্পত্তি। উক্ত জমিতে বাঁশ, মেহগনি, আম সহ বিভিন্ন গাছ লাগিয়ে ভোগ দখল করে আসছে। কোন কিছু না বলে হঠাৎ গত ৩১ জানুয়ারী ২০২৫ তারিখ কুয়াশায় ঢাকা ভোর ৭ টায় বিভিন্ন ধারালো দেশিয় অস্ত্র নিয়ে জোরপূর্বক, অভিযোগের বিবাদীরা গাছ কেটে জমি দখল নেয়ার চেষ্টা করে।
বিবাদীরা উক্ত জমি থেকে গাছ কেটে নিয়ে যাওয়ায়, সাড়ে ৩ লাখ টাকার ক্ষতি সাধন করা হয়েছে বলে, বাদী আবু সুফিয়ান জানিয়েছেন। বাদীপক্ষ আরো জানান, বিবাদীরা জমির যে কাগজ পত্র বের করেছে তা সঠিক নেই, তারা সন্ত্রাসী কায়দায় জমি দখলের চেষ্টা চালাচ্ছে। আবারো হামলা ও হত্যাকরে লাশ গুম করা সহ বিভিন্ন হুমকি দিচ্ছে। এব্যপারে আবু সুফিয়ান বাদী হয়ে, আজিজুল মোল্লা, রফিকুল ইসলাম, জেম সহ ১১ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৬/৭ জনকে বিবাদী করে গাবতলী মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। পুলিশ ঘটনারস্থান পরিদর্শন করে। বিষয়টি সমাধানের জন্য উভয় পক্ষকে প্রয়োজনিয় কাগজপত্র নিয়ে থানার সেকেন্ড অফিসার এস আই শফিকুল ইসলাম থানায় ডেকে পাঠান। বাদীপক্ষ থানায় হাজির হলেও, বিবাদীরা হাজির হয়নি। থানা থেকে বাদীকে উচ্চ আদালতে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে। বিবাদীরা বাড়িতে না থাকার তাদের স্ত্রী নুরজাহান বেগম ও মোফেলা বেগমের সাথে কথা থাকলে জানান, এই জমি তাদের স্বামীর পিতা ও দাদার কেনা বলে দাবী করেন।