কুমিল্লায় পৃথক অভিযানে ১৬৫ পিস ইয়াবা, ১.৫০ কেজি গাঁজা, ১টি মোবাইলসেট ও মাদক বিক্রির নগদ ২১ হাজার ৯শ টাকাসহ ৩ জনকে আটক করেছে কুমিল্লা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) ভোরে সেনাবাহিনীর সহযোগিতায় জেলার চান্দিনা উপজেলার মহারং ও নাওতলা গ্রাম থেকে আটক করেছে। বিষয়টি নিশ্চিত করেন মাদক অধিদপ্তরের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান। আটককৃতরা হলো-চান্দিনা উপজেলার মহারং গ্রামের মৃত চারু মিয়ার দুই পুত্র জসীম উদ্দীন (৪৬) এবং মোঃ আলমের (৪৯) এবং নাওতলা গ্রামের মৃত আব্দুল কাদেরের পুত্র মো: আবুল কাশেমকে (৪৪)।
জানা যায়- মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে ও সেনাবাহিনীর সহযোগিতায় চান্দিনা থানাধীন বিভিন্ন এলাকায় মাদক বিরোধী যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় চান্দিনা উপজেলার মহারং গ্রাম থেকে জসীম উদ্দীন (৪৬) এবং মোঃ আলমের (৪৯)কে ইয়াবা, গাঁজা ও মাদক বিক্রির নগদ অর্থসহ আটক করা হয়। এছাড়া অপর অভিযানে চান্দিনা উপজেলার নাওতলা গ্রাম থেকে মো: আবুল কাশেমকে (৪৪) ইয়াবা, গাঁজা, মোবাইল সেট ও মাদক বিক্রির নগদ অর্থসহ আটক করা হয়। এ সময় গ্রেফতারকৃত মোঃ আবুল কাশেমের ভাবী মাদক কারবারি জেসমিন আক্তার (৩৭) পালিয়ে যায়।
ডিএনসি কুমিল্লার উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান জানান- বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথ অভিযানে চান্দিনায় ইয়াবা, গাঁজা, মোবাইল সেট ও মাদক বিক্রির নগদ অর্থ উদ্ধারপূর্বক আপন দুই সহোদরসহ ৩ জনকে আটক করা হয়। ১ জন আসামি পলাতক রয়েছেন। তিনি আরো জানান গ্রেতারকৃত প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। পৃথক দুটি অভিযানে ইয়াবা ১৬৫ পিস, গাঁজা ১.৫ কেজি, মোবাইল সেট ১ টি এবং মাদক বিক্রির নগদ ২১,৯’শ টাকা উদ্ধার করা হয়। আসামীদের বিরুদ্ধে পরিদর্শক মোঃ সাইফুল ইসলাম ভূঁঞা বাদী হয়ে চান্দিনা থানায় পৃথক দুটি মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়।