মান্দায় গ্রামআদালত কার্যক্রমের অগ্রগতি বিষয়ে সভা

এফএনএস (নজরুল ইসলাম; মান্দা, নওগাঁ) : : | প্রকাশ: ১১ ফেব্রুয়ারী, ২০২৫, ০৬:৫০ পিএম
মান্দায় গ্রামআদালত কার্যক্রমের অগ্রগতি বিষয়ে সভা

নওগাঁর মান্দায় গ্রামআদালতের কার্যক্রমের অগ্রগতি বিষয়ে হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটরদের নিয়ে দ্বি-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে ইউএনওর সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।   

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আলম মিয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সরকার নওগাঁর উপপরিচালক (উপসচিব) টি এম এ মমিন।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের উপজেলা কো-অর্ডিনেটর আরফিন আক্তার, আইয়ুব আলী, ইউনিয়ন হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর আবু বক্কর সিদ্দিক, একরামূল হক, আলমগীর হোসেন প্রমুখ।

এতে উপজেলার ১৪ ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটরেরা অংশগ্রহণ করেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে