ভাঙ্গুড়ায় শিক্ষার মান উন্নয়নে মা সমাবেশ

এফএনএস (মনিরুজ্জামান ফারুক; ভাঙ্গুড়া, পাবনা) : : | প্রকাশ: ১১ ফেব্রুয়ারী, ২০২৫, ০৬:৫৮ পিএম
ভাঙ্গুড়ায় শিক্ষার মান উন্নয়নে মা সমাবেশ

প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে পাবনার ভাঙ্গুড়ায় মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় উপজেলার পরমান্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই মা সমাবেশ হয়।

অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশিষ্ট কবি ও লেখক নুরুজ্জামান সবুজ।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মোছা. নাজমুন নাহার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমীয়া আক্তার রোজী ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সেকেন্দার আলী।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ভাঙ্গুড়া প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক (অব.) মাহবুবুল আলম বাবলু,ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব সরদার আতাউর রহমান খোকন প্রমুখ। 

এসময় বিদ্যালয়ের শিক্ষক,শিক্ষার্থীবৃন্দ অভিভাবক ও ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। 

মা সমাবেশ শেষে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন আমন্ত্রিত অতিথিরা।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে