নাঙ্গলকোটে চোর চক্রের বিরুদ্ধে এলাকাবাসীর প্রতিবাদ সভা

এফএনএস (মাইনুদ্দিন দুলাল; নাঙ্গলকোট, কুমিল্লা) : : | প্রকাশ: ১১ ফেব্রুয়ারী, ২০২৫, ০৭:৫৩ পিএম
নাঙ্গলকোটে চোর চক্রের বিরুদ্ধে এলাকাবাসীর প্রতিবাদ সভা

চোর চক্রের উপদ্রবে অতিষ্ঠ হয়ে কুমিল্লার নাঙ্গলকোটের বটতলী ইউনিয়নের জিনিয়ারা গ্রামবাসীর উদ্যোগে চুরি বন্ধের দাবিতে স্থানীয় চিহিৃত চোর চক্রের বিরুদ্ধে প্রতিবাদ সভা মঙ্গলবার সকালে জিনিয়ারা বাইতুল হুদা মাদরাসা ও এতিমখানা মাঠে অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সমাজসেবক আব্দুল গোফরানের সভাপতিত্বে প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সমাজ সেবক ও রাজনীতিবিদ আতাউর রহমান খান। প্রতিবাদ সভায় স্বাগত বক্তব্য রাখেন পুলিশ কর্মকর্তা সার্জেন্ট আরাফাত হোসেন বাবু ও সৌদি আরব প্রবাসী কামাল উদ্দিন মজুমদার।

উল্লেখ্য, উপজেলার জিনিয়ারা গ্রামে ব্যাপক হারে বেড়ে গেছে চুরির ঘটনা। সম্প্রতিক সময়ে ওই গ্রামের নেছার উদ্দিনের সিএনজি চালিত অটোরিকশা, জিনিয়ারা পশ্চিম পাড়া বাইতুল হুদা জামে মসজিদ ইমাম সাইফুল ইসলামের ঘরের আসবাবপত্র ও সর্বশেষ গত ৯ ফেব্রুয়ারী রোববার রাত ৯টার দিকে জিনিয়ারা গ্রামের পুলিশ কর্মকর্তা সার্জেন্ট আরাফাত হোসেন ভূঁইয়া বাবুর বাড়ির প্রবেশ পথ থেকে একই গ্রামের সৌদি আরব প্রবাসী কামাল উদ্দিন মজুমদারের মোটরসাইকেল চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় কামাল উদ্দিন বাদী হয়ে পরদিন সোমবার জিনিয়ারা গ্রামের পূর্বের বিভিন্ন চুরির ঘটনায় চিহিৃত চোর চক্রের ৫ সদস্যের নাম উল্লেখ করে ও ৪ জনকে অজ্ঞাত নামা আসামী করে নাঙ্গলকোট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। চুরির ঘটনায় অভিযুক্তরা হলেন জিনিয়ারা গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে সেলিম, শাহ আলমের ছেলে শাহাদাত হোসেন, ইদ্রিস মিয়ার ছেলে সাহাবুদ্দিন, আতরের জামানের ছেলে সিদ্দিকুর রহমান ও ইদ্রিস মিয়া। এ ঘটনায় নাঙ্গলকোট থানা পুলিশের উপ-পরিদর্শক ওবায়েদুল হক সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করেন। 

বটতলী ইউনিয়ন পরিষদ সাবেক মেম্বার জয়নাল আবেদীন মোল্লার সঞ্চালনায় প্রতিবাদ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জিনিয়ারা গ্রামের সমাজপতি হারেছ ভূঁইয়া, বিএনপি নেতা হাজী বেলায়েত হোসেন মজুমদার, বটতলী ইউনিয়ন পরিষদ সদস্য জাকির হোসেন, প্রবাসী মোহাম্মদ মানিক, সমাজসেবক মহিন উদ্দিন মজুমদার, জালাল উদ্দিন, প্রবাসী লিটন মজুমদার, ব্যবসায়ী হোসেন শরীফ, সমাজসেবক নেছার উদ্দিন, বাবুল মজুমদার প্রমুখ। 

প্রতিবাদ সভার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন প্রবাসী কামাল উদ্দিন মজুমদার, সমাজসেবক জাহাঙ্গীর আলম মজুমদার, মহিন উদ্দিন মজুমদার, লিটন মজুমদার ও হারুন চৌধুরী।

নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ এ কে ফজলুল হক বলেন পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, তদন্ত চলমান আছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে