দৌলতপুরে সন্ত্রাসীদের গুলিতে ১ যুবক নিহত আটক ১

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম শাহিন; দৌলতপুর, কুষ্টিয়া) :
| আপডেট: ১৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:০৪ পিএম | প্রকাশ: ১১ ফেব্রুয়ারী, ২০২৫, ০৮:০৪ পিএম
দৌলতপুরে সন্ত্রাসীদের গুলিতে ১ যুবক নিহত আটক ১

কুষ্টিয়ার দৌলতপুরে সন্ত্রাসীদের গুলিতে রাজু (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মরিচা ইউনিয়নের পদ্মা নদীর চরে গুলিবিদ্ধ হন তিনি। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।নিহত রাজু ওই ইউনিয়নের ফারাকপুর ভাঙাপাড়া লাকার ইব্রাহিম প্রামাণিকের ছেলে। রাজুর পরিবারে সূত্রে জানা গেছে জানা গেছে তার বাড়ির পার্শ্ববর্তী সজীব নামে এক যুবক তাকে ডেকে নিয়ে যায় বাড়ি থেকে। কে বা কারা তাকে হত্যা করেছে তা জানা যায়নি। দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা বলেন, রাতে গুলিবিদ্ধ হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে রাতে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। তারলাশ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে। তবে কে বা কারা কী কারণে তাকে হত্যা করেছে এ বিষয়ে বিস্তারিত কোন কিছু জানা যায়নি। পুলিশ হত্যাকাণ্ডের বিষয়টি তদন্ত করছে।। এলাকা বাসীর অস্ত্র ধারনা,বালি উত্তোলন,ও মাদক ব্যবসা সংক্রান্ত বিরোধের জের হিসেবে এ হত্যা করা হতে পারে। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসা বাদের জন্য একজন সজীব নামে একজনকে আটক করেছে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে