ধামইরহাটে সমন্বিত খামার স্থাপন, ৫ দিন ব্যাপী প্রশিক্ষণ

এফএনএস (মোঃ আবু মুসা স্বপন ; ধামইরহাট, নওগাঁ) : : | প্রকাশ: ১১ ফেব্রুয়ারী, ২০২৫, ০৮:০৮ পিএম
ধামইরহাটে সমন্বিত খামার স্থাপন, ৫ দিন ব্যাপী প্রশিক্ষণ

নওগাঁর ধামইরহাটে সমন্বিত খামার স্থাপন ও সম্প্রসারণ এবং বায়োগ্যাস প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। ১১ ফেব্রুয়ারি সকাল ১০ টায় উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে ৫ দিন ব্যাপী এই প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান। জ্বালানি সাশ্রয়ে এই প্রযুক্তি আর্থিক ব্যয় নিরসনসহ পরিবেশের ভারসাম্য রক্ষা হবে জানিয়ে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত নারী-পুরুষদের প্রশিক্ষণ প্রদান করেন ইউএনও মোস্তাফিজুর রহমান। এ সময় উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. কামরুজ্জামান সরদার, বায়োগ্যাস প্লান্টের বিভাগীয় কর্মকর্তা মো.  মাহফুজুল ইসলাম, বায়োগ্যাস প্লান্টের জেলা অফিসের উপ-সহকারী প্রকৌশলী মো. মেহেদী হাসান, কমিউনিটি সুপারভাইজার আখতার জাহান প্রমুখ উপস্থিত ছিলেন। আগামী ৫ দিন ব্যাপী ৪০ জন প্রশিক্ষনার্থী এই প্রশিক্ষণে অংশগ্রহণ করবেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে