সিএনজি অটোরিকশা: মিটারে না চললে জরিমানা হতে পারে ৫০ হাজার

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশ: ১১ ফেব্রুয়ারী, ২০২৫, ০৮:১৬ পিএম : | আপডেট: ১৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:০৪ পিএম
সিএনজি অটোরিকশা: মিটারে না চললে জরিমানা হতে পারে ৫০ হাজার

মিটারের চেয়ে বেশি ভাড়া আদায় করলে সিএনজি বা পেট্রলচালিত অটোরিকশা চালককে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হবে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এমন নির্দেশনা দিয়ে পুলিশের প্রতি কঠোর ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছে।

বিআরটিএর পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শীতাংশু শেখর বিশ্বাস স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়েছে, গ্যাস বা পেট্রলচালিত চার-স্ট্রোক থ্রি-হুইলার অটোরিকশার জন্য সরকার নির্ধারিত মিটারের ভাড়ার হারের অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পেলে সংশ্লিষ্ট চালকের বিরুদ্ধে মামলা দায়ের করতে হবে। চিঠিটি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের কাছে পাঠানো হয়েছে।

আইন ভঙ্গের শাস্তি: সড়ক পরিবহন আইন ২০১৮-এর ধারা ৩৫(৩) অনুযায়ী, কোনো কন্ট্রাক্ট ক্যারিজের মালিক বা চালক রুট পারমিট এলাকায় যেকোনো গন্তব্যে যেতে বাধ্য থাকবেন। মিটারে প্রদর্শিত ভাড়ার অতিরিক্ত অর্থ দাবি বা আদায় করলে আইনের ধারা ৮১ অনুযায়ী সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড, সর্বোচ্চ ৫০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হওয়ার বিধান রয়েছে। চালকদের ক্ষেত্রে অতিরিক্তভাবে এক পয়েন্ট কর্তনের ব্যবস্থাও রয়েছে।

অতিমাত্রায় ভাড়া আদায়ের অভিযোগ: ঢাকা ও চট্টগ্রামে চলাচলকারী প্রায় ২৮ হাজার অটোরিকশার জন্য পৃথক নীতিমালা রয়েছে। তবে বাস্তবে মালিক ও চালকেরা সরকারের নির্ধারিত শর্তগুলো মানছেন না বলে অভিযোগ রয়েছে। বর্তমানে অটোরিকশার মালিকের জন্য দৈনিক জমা নির্ধারিত আছে ৯০০ টাকা। তবে চালকেরা অভিযোগ করছেন, মালিকেরা দিনে দুই বেলায় চালকের কাছ থেকে ১,৬০০ থেকে ১,৮০০ টাকা পর্যন্ত আদায় করছেন।

যাত্রীদের অভিযোগ, অটোরিকশার সর্বনিম্ন ভাড়া ৪০ টাকা হলেও স্বল্প দূরত্বের যাত্রায় ১৫০ টাকার নিচে ভাড়া পাওয়া যায় না। দুই কিলোমিটারের পর প্রতি কিলোমিটারের ভাড়া ১২ টাকা নির্ধারিত থাকলেও তা মানা হচ্ছে না। যাত্রীদের গন্তব্য অনুযায়ী চালকেরা অনীহা প্রকাশ করছেন এবং নিজেরা ভাড়া নির্ধারণ করছেন।

চালকদের বক্তব্য: চালকেরা বলছেন, মালিকদের অতিমুনাফার লোভ এবং পথে পথে চাঁদাবাজির কারণে মিটার অনুযায়ী ভাড়া আদায় করা সম্ভব নয়। দৈনিক জমা এবং অন্যান্য খরচ মিটিয়ে মিটারে ভাড়া চালিয়ে রাজধানীতে জীবনযাপন করা তাদের জন্য কঠিন হয়ে পড়েছে।

অবৈধ প্রাইভেট অটোরিকশার সমস্যা: অতিরিক্ত ভাড়া আদায়ের পাশাপাশি, প্রাইভেট অটোরিকশা ভাড়ায় চালানোর বিষয়েও অভিযোগ রয়েছে। রাজধানীর নির্দিষ্ট কিছু এলাকায় প্রাইভেট সিএনজি ভাড়ায় চালানো হচ্ছে, যেখানে মিটার ব্যবহার করা বাধ্যতামূলক নয়। রেজিস্ট্রেশনের সহজলভ্যতার কারণে অনেক বাণিজ্যিক অটোরিকশা রং পরিবর্তন করে প্রাইভেট হিসেবে চালানো হচ্ছে।

বিআরটিএর হুঁশিয়ারি: বিআরটিএর পক্ষ থেকে জানানো হয়েছে, সরকার নির্ধারিত ভাড়া না মানলে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে চালকদের। ভাড়া নিয়ে যাত্রীদের হয়রানি বা বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ প্রমাণিত হলে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

এই নির্দেশনার ফলে যাত্রীদের স্বস্তি ফিরে আসবে বলে আশা করা হচ্ছে। তবে সঠিক বাস্তবায়নের মাধ্যমে চালকদের অভিযোগগুলোও সমাধান করা জরুরি, যাতে উভয়পক্ষের জন্য সমান সুবিধা নিশ্চিত হয়।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে