শেরপুরে কৃষি জমিতে বৈদ্যুতিক মটরের সেচ পাম্পের পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষক মো. আকরাম হোসেন (৪৫) ও কৃষি শ্রমিক হানিফ আলীর (৫৫) ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে শেরপুর সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের সাত্তারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। কৃষক আকরাম হোসেন ওই গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে এবং কৃষি শ্রমিক হানিফ আলী একই গ্রামের মৃত সমেজ আলীর ছেলে। পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সাত্তারকান্দি গ্রামের কৃষক মো. আকরাম হোসেন বুধবার সকাল ৮ টার দিকে কৃষি শ্রমিক হানিফ আলীকে সাথে নিয়ে তার বোরো খেতে বৈদ্যুতিক মটরের সেচ পাম্পের পানি দিতে যায়। এসময় বৈদ্যুতিক সেচ পাম্পের মটরের তার লিকেজ থাকায় প্রথমে কৃষক আকরাম হোসেন ওই তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এদিকে কিছু বুঝে উঠার আগে কৃষি শ্রমিক হানিফ আলী আকরাম হোসেনকে বাঁচানোর চেষ্টা চালাতে গিয়ে সেও বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। এঘটনায় ওই দুই পরিবার ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে। বিষয়টি নিশ্চিত করে শেরপুর সদর থানার ওসি জুবায়ের আলম বলেন, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।