ময়মনসিংহের গফরগাঁওয়ে কৃতি সন্তান, বিশিষ্ট শিল্পপতি ও শিক্ষানুরাগী মোঃ নুরুজ্জামান খান রানা'র সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত উপজেলার ঘাগড়া পোড়াবাড়ীয়া আব্দুর রহমান খান ইসলামিয়া মাদরাসা'র একক ছাত্র সংগঠন আব্দুর রহমান খান ছাত্র কাফেলার আয়োজনে বার্ষিক ইসলামী প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। উক্ত মাদরাসা'র ছাত্রদের যোগ্য, দক্ষ দাঈ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এ প্রতিযোগিতায় আয়োজন করা হয়। এ উপলক্ষে গত মঙ্গলবার বাদ জোহর থেকে মাদরাসা প্রাঙ্গণে বাদ যোহর থেকে চার অধিবেশনে প্রতিযোগিতা'র অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসা'র মুহতামিম মুফতি মোস্তাফিজুর রহমান (চরবহুলী)। অনুষ্ঠানে হিফজুল কুরআন ও হদর, চল্লিশ হাদীস, বক্তৃতা হামদ নাত, কুইজ প্রতিযোগিতার শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও অনুষ্ঠানে মাদরাসা'র ১৪ জন ছাত্রকে কুরআন শরীফের নাজেরা এবং ৮ জন ছাত্রকে হিফজ সবক প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে ঘাগড়া পোড়াবাড়ীয়া আব্দুর রহমান খান ইসলামিয়া মাদরাসা'র শিক্ষকমন্ডলী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।