প্রাণ ফিরে পেয়েছে মহারশি নদীর রাবার ড্যাম

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) : : | প্রকাশ: ১২ ফেব্রুয়ারী, ২০২৫, ০৩:০৮ পিএম
প্রাণ ফিরে পেয়েছে মহারশি নদীর রাবার ড্যাম

শেরপুরের ঝিনাইগাতীর নলকুড়া ইউনিয়নের রাংটিয়ায় কৃষকদের সুবিধার্থে বিগত ২০১৬ সালে বোরো ফসল উৎপাদনের জন্য জাইকার অর্থায়নে প্রায় ৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয় রাবার ড্যাম। এ রাবার ড্যামকে ঘিরে সমবায় অধিদপ্তর থেকে ‘মহারশি পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেড’ নামে একটি সমিতি রেজিস্ট্রেশন করা হয়। বিগত সালের কমিটির বিভিন্ন অনিয়মের কারণে কৃষকরা সুবিধা পায়নি। সম্প্রতি ঝিনাইগাতীতে বন্যাজনিত কারণে মহারশি নদীর কুশাইকুড়া এলাকায় বাঁধ ভেঙে যাওয়ায় এবার অনিশ্চিত ছিল বোরে আবাদের। এদিকে সমবায় অধিদপ্তর থেকে মো. ফজলুল করিমকে সভাপতি করে ৪ সদস্যবিশিষ্ট একটি এডহক কমিটির  অনুমোদন দেওয়া হয়। সমিতিতে অর্থ না থাকলেও বর্তমান কমিটি নিজস্ব তহবিল থেকে ২ লাখ টাকা ব্যয় করে ওই বাঁধ নির্মাণ করে। ফলে এবার ওই এলাকার ৬ শ একর জমি বোরো আবাদের আওতায় আনা হয়েছে। জাইকার অর্থায়নে আরও ৩টি পানির হাউজ নতুন করে নির্মাণ করা হয়েছে। এতে কৃষকদের অনেক সুবিধা হয়েছে। নতুন কমিটির সভাপতি মো. ফজলুল করিম জানান, আমরা দায়িত্ব নিয়ে কৃষকের কথা চিন্তা করে সমিতির তহবিলে অর্থ না থাকার পরও নিজস্ব অর্থায়নে ২ লাখ টাকা ব্যয় করে একটি বাঁধ নির্মাণ করেছি। রাবার ড্যামটি ৩ হাজার একর জমিতে পানি দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করে ওই সময়ে স্থাপন করা হয়েছে। পর্যায়ক্রমে ৩ হাজার একর জমি বোরো ফসলের আওতায় আনা হবে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW