মুন্সীগঞ্জের সিরাজদিখান থানা ও সার্কেল অফিস ভাঙচুর করেছে বিক্ষুব্ধরা। বুধবার বেলা ১১ টার দিকে এই ঘটনা ঘটে। জানা যায়, সিরাজদিখানের কোলা গ্রামের রোমান নামের এক ছাত্র ও অটোরিকশা চালক। সে বেলতলি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণিরও ছাত্র। গত ২১ জানুয়ারি অটে রিকশাসহ নিখোঁজ হয়। রোমানের মোবাইল ও অটো উদ্ধার এবং ৩ জনকে আটক করে পুলিশ। পরে তাদের ছেরে দেয় ও মুল আসামিদের গ্রেফতার করতে না পারা এবং নিখোঁজ রোমান উদ্ধার না হওয়ায় বিক্ষুব্ধ স্বজন, এলাকাবাসী ও ছাত্ররা মানববন্ধন থানা ও সার্কেল অফিসে হামলা করে বিভিন্ন কক্ষ, পুলিশের ২ টি পিকআপ, ২ টি প্রাইভেট কার, ৪ টি মোটর সাইকেল ভাঙচুর করে। এসময় ছাত্ররা তিন দিনের আল্টমেটাম দেয়, রোমানকে উদ্ধার ও দোষীদের গ্রেফতারের দাবীতে। পুলিশ আশ্বাস দিলে বেলা সাড়ে ১২ টার দিকে চাত্র জনতা স্থান ত্যাগ করে। বর্তমানে সেনাবাহিনী ঘটনাস্থলে রয়েছে।