চাঁদপুরে বেড়িবাঁধ জলাবদ্ধতা নিরসনে ডিসিকে স্মারকলিপি

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ৪ ডিসেম্বর, ২০২৪, ০৩:১২ এএম
চাঁদপুরে বেড়িবাঁধ জলাবদ্ধতা নিরসনে ডিসিকে স্মারকলিপি

চাঁদপুরে সিআইপি বেঁড়িবাধে জলাবদ্ধতা দূর করতে পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর জেলা প্রশাসককে স্মারকলিপি দেয়া হয়েছে । এর পূর্বে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।  বুধবার (৪ ডিসেম্বর) সকালে ডাকাতিয়া নদী ও খালখনন সংগ্রাম কমিটি,চাঁদপুর এর আয়োজনে সমাবেশ মিছিল এবং জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিনের নিকট স্মারকলিপি পেশ করা হয়।  সমাবেশে সভাপতিত্ব করেন সংগ্রাম কমিটির আহবায়ক, বীরমুক্তিযোদ্ধা কমরেড আলমগীর হোসেন দুলাল সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, জেলা বাসদের সম্বয়ক কমরেড শাহজাহান তালুকদার, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক কমরেড জাহাঙ্গীর হোসেন, জেলা সাম্যবাদী আন্দোলনের সমন্বয়ক কমরেড আজিজুর রহমান।

আপনার জেলার সংবাদ পড়তে