ডুমুরিয়ায় সিএসআই'র উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত

এফএনএস (আঃ লতিফ মোড়ল; ডুমুরিয়া, খুলনা) : | প্রকাশ: ১২ ফেব্রুয়ারী, ২০২৫, ০৬:১২ পিএম
ডুমুরিয়ায় সিএসআই'র উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত

খুলনার ডুমুরিয়ায় বিনামূল্যে চক্ষু শিবির ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার(১২ ফেব্রুয়ারী) সকাল থেকে দুপুর পর্যন্ত ডুমুরিয়া শহীদ স্মৃতি মহিলা মহাবিদ্যালয়ে খ্রীষ্টিয়ান সার্ভিস ইন্টারন্যাশনাল'র (সিএসআই) ব্যবস্থাপনায় এবং দৃষ্টিদান চক্ষু হাসপাতাল বাগের হাটের সহযোগীতায় এ চক্ষু শিবির অনুষ্ঠিত হয়। এতে এলাকার ৩২০ জন চক্ষু রোগীর চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ পত্র দেয়া হয়।এর মধ্যে  ১৫০ জন রোগিকে বাছাই করে তাদের বিনামূল্যে চোখের ছানি অপারেশনের জন্যে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হয়। ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) ও উপজেলা সহকারি কমিশনার(ভূমি) মোঃ আসাদুর রহমান চক্ষু শিবির ক্যাম্প পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন সিএসআই গোপালগঞ্জের প্রজেক্ট ডিরেক্টর ডয়লে বার্কম্যান,দৃষ্টি দান চক্ষু হাসপাতালের পরিচালক আবু সালেহ মোঃ আবির,মহিলা কলেজ অধ্যক্ষ সেখ শহিদুল ইসলাম,কলেজ গভর্ণিং বডির সভাপতি প্রভাষক মুফতি আব্দুল কাউয়ুম জমাদ্দার, সদস্য জামায়েত নেতা মাও: মোঃ হাবিবুর রহমান,ইটভাটা মালিক সমিতির সভাপতি মোঃ শাহাজান জমাদ্দার প্রমূখ।

আপনার জেলার সংবাদ পড়তে