ময়মনসিংহের ত্রিশালে ঐতিহ্যবাহী শুকতারা সংঘের ২০২৫-২০২৬-এর নবগঠিত কার্যকরি ২৩ সদস্য বিশিষ্ট কমিটির শপথ গ্রহন অনুষ্ঠান ক্লাব মিলনায়তনে গতকাল মঙ্গলবার রাতে অনুষ্ঠিত হয়েছে। শুকতারা সংঘের ২০২৫-২০২৬ এর প্রধান নির্বাচন কমিশনার শফিকুর রহমানের সভাপতিত্বে ও সহকারী নির্বাচন কমিশনার বেলাল উদ্দীনের সঞ্চালনায় শপথ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, শুকতারা সংঘের সাবেক সভাপতি ইবনে খালিদ, সাবেক সভাপতি ইমতিয়াজ আহম্মেদ পিনাকি, ইমরুল কায়েস, আব্দুল্লাহ আল মামুন, কলধ্বনী সংঘের সাবেক সাধারন সম্পাদক শহিদুল ইসলাম শাহীন, আলী আকবর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদ, পোড়াবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অবিনাশ চন্দ্র দাম প্রমূখ।এসময় নব নির্বাচিত সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ শিহাব ও সাধারন সম্পাদক খায়রুল বারী সজিব সকালের সহযোগীতা চেয়ে পাশে থাকার আহবান জানান।