দুর্গাপুরের ছাত্রদলের ওয়ার্ড সভাপিত ও পোষাক কারখানার শ্রমিক নিখোঁজ

এফএনএস (মোঃ আলমগীর হোসেন; ভালুকা, ময়মনসিংহ) : : | প্রকাশ: ১২ ফেব্রুয়ারী, ২০২৫, ০৬:৩০ পিএম
দুর্গাপুরের ছাত্রদলের ওয়ার্ড সভাপিত ও পোষাক কারখানার শ্রমিক নিখোঁজ

নেত্রকোণা জেলার দুর্গাপুর উপজেলার গাওকান্দি ইউনিয়নের ৯নং ওয়ার্ড ছাত্রদল সভাপিত ও ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ীর  রোমান কম্পোজিট টেক্রটাইল মিলস লিমিটেডের শ্রমিক মামুন গত ১০ ফেব্রুয়ারী সোমবার রাত দশটায় ছুটি শেষে কারখানর সামনে থেকে নিখোঁজ হয়েছে। এঘটনায় মামুনের বড় ভাই ইসলাম উদ্দিন বাদী হয়ে ১১ ফেব্রুয়ারী মঙ্গলবার ভালুকা মডেল থানায় জিডি করেছেন। মামুন ভালুকা উপজেলার হবিরবাড়ীর জামিরদিয়া নওপাড়া এলাকায় বাসা ভাড়া থেকে পোষাক কারখানায় কাজ করতেন। মামুনের বড় ভাই ইসলাম উদ্দিন জানান, গত ১০ ফেব্রুয়ারী রাত ১০টায় কারখানা ছুটি শেষে মামুন আর বাসায় ফিরেনি। তাকে খোঁজখোজির পর না পেয়ে মঙ্গলবার রাতে ভালুকা মডেল থানা জিডি করা হয়েছে। দুইদিন হয়ে গেল মামুনকে খোঁজে পাওয়া যাচ্ছে না। এদিকে পরিবারের সবাই আতংকে রয়েছে। মামুন দুর্গাপুর উপজেলার গাওকান্দি ইউনিয়নের ৯নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি। মামুন নিখোঁজ হওয়ায় তারা শংকায় রয়েছে।   


উল্লেখ্য ঃ গত ৪ আগষ্ট বিকাল ৫টায় পার্শ্ববর্তী উপজেলার শ্রীপুর জৈনাবাজার থেকে বৈষম্যরিরোধী ছাত্রজনতা আনন্দোলনের একটি মিছিল ভালুকার মাস্টারবাড়ীতে যায়। ওই মিছিলে মামুন ছিল। সন্ধার পর পর মিছিলটি মাস্টারবাড়ীর রহিম মার্কেট কাচাঁ বাজারের সামনে গেলে  আ,লীগের সন্ত্রাসীরা ছাত্রজনতার মছিলের উপর হামলা চালায়। আনন্দোলনকারী রাজমিস্ত্রিী তোফাজ্জল হোসেনকে ধরে নিয়ে কুপিয়ে আহত করে। আনন্দোলনকারী মামুনসহ আরো কয়েকজন সহকর্মী আহত তোফাজ্জল হোসেনকে উদ্ধার করে,পার্শ্ববর্তী শ্রীপর উপজেলার সরকারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করেন। নিহত তোফাজ্জল হোসেন হত্যা মামলা এখোন হয়নি। কিন্ত মামুন মামলার একজন প্রত্যক্ষদর্শী সাক্ষি ছিল। হোফাজ্জল হোসেন কেন্দুয়া উপজেলার পিজাহাতী গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW