সুজানগরে গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে স্মরণসভা

এফএনএস (সুজানগর, পাবনা) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ৪ ডিসেম্বর, ২০২৪, ০৩:২৪ এএম
সুজানগরে গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে স্মরণসভা

পাবনার সুজানগরে গত জুলাই আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে এক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার সকাল ১১টায় সুজানগর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে ওই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর রাশেদুজ্জামান রাশেদের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভা ও দোয়া মাহফিলে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুজানগর থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম মোস্তফা, সুজানগর পৌরসভার সাবেক মেয়র বিএনপি নেতা কামাল হোসেন বিশ্বাস, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সহকারী অধ্যাপক ফারুকই আযম, পৌর জামায়াতে ইসলামীর আমীর মোঃ রাফিকুল ইসলাম খান ও ইসলামী আন্দোলন বাংলাদেশ সুজানগর উপজেলা শাখার সভাপতি মোঃ ইউনুস আলী হেলাল। এতে স্মৃতিচারণ মূলক বক্তব্য রাখেন জুলাই আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহত আরিফুল ইসলাম, দীপ মাহমুদ, মাসুম আহমেদ ও তাসমিয়া খাতুন প্রমুখ। বিকালে উপজেলা মডেল মসজিদে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

আপনার জেলার সংবাদ পড়তে