শেরপুর সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের প্রতাবিয়া গ্রামে অভিযান চালিয়ে সন্ত্রাস বিরোধী মামলায় বাজিতখিলা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. কুদরতুল্লাহ ওরফে আঙ্গুর (৫২) নামে এক পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে র্যাব । বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত ১ টার দিকে তাকে গ্রেপ্তার করা হয় । মো. কুদরতুল্লাহ ওরফে আঙ্গুর সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের প্রতাবিয়া গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে। র্যাব-১৪ সূত্রে জানা গেছে, শেরপুর সদর উপজেলার প্রতাবিয়া গ্রামের বাসিন্দা ও বাজিতখিলা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো, কুদরতুল্লাহ ওরফে আঙ্গুরের বিরুদ্ধে শেরপুর সদর থানায় চলতি ২০২৫ সালের ৯ জানুয়ারি ৬ (৪) (ক)/৮/৯/১০/১১/১২/১৩ ধারায় সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ ও সংশোধনী ২০১৩ একটি মামলা দায়ের করা হয়। যার মামলা নং- ১৯। এ মামলা দায়েরের পর থেকে আওয়ামী লীগ নেতা মোঃ কুদরতুল্লাহ ওরফে আঙ্গুর গ্রেপ্তার এড়াতে পলাতক থাকেন। পরে এক গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪ জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এটিএম আমিনুল ইসলামর নেতৃত্বে র্যাব সদস্যরা বুধবার রাত ১ টার দিকে শেরপুর সদর উপজেলার প্রতাবিয়া গ্রামে অভিযান চালিয়ে ওই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করে। এ ব্যাপারে র্যাব-১৪ ,সিপিসি-১ ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এটিএম আমিনুল ইসলাম বলেন, বুধবার দুপুরে গ্রেপ্তারকৃত আসামীকে শেরপুর সদর থানায় সোপর্দ করা হয়েছে ।