চাঁদপুর জেলাকে মাদক পাচারের নিরাপদ রুট হিসাবে ব্যবহার করছে মাদক ব্যবসায়ীরা। কুমিল্লা সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজার চালান নিয়ে চাঁদপুর হয়ে মাদারীপুর যাওয়ার পথে পুলিশের জালে ধরা পরলো আবুল হোসেন নামে এক মাদক কারবারি। অভিনব কায়দায় মাদক কারবারি আবুল হোসেন কম্বলের ভিতরে গাঁজা ঢ়ুকিয়ে আনার সময় আটক হয়। বুধবার দুপুরে(১২ ফেব্রুয়ারি ২০২৫) আবুল হোসেন কুমিল্লা থেকে গাঁজা নিয়ে আইডি বাস যোগে চাঁদপুর বাসস্ট্যান্ড এসে অটোরিকশায় উঠে। এ সময় অটোচালক কম্বলে হাত দিয়ে ভিতরে শক্ত টের পায় এবং মাদক রয়েছে সন্দেহ হয়। অবশেষে মাদক ব্যবসায়ী আবুল হোসেনকে রিকশায় উঠিয়ে মিশন রোড এলাকায় নিয়ে আসে। অটোচালক পুলিশকে মাদকের চালান যাচ্ছে সংবাদ দিলে ঘটনাস্থলে ছুটে যান মডেল থানার এসআই মকবুল হোসেন। মাদক ব্যবসায়ীর সাথে থাকা কম্বলের ভিতরে লুকিয়ে ছিল প্যাকেজ করা দশ কেজি পরিমাণ গাঁজা। পরে গাঁজাসহ তাকে চাঁদপুর মডেল থানায় নিয়ে আসে। পুলিশের হাতে আটক হওয়া মাদক ব্যবসায়ী আবুল হোসেন মাদারীপুর জেলার আইস উদ্দিনের ছেলে। দীর্ঘদিন যাবত কুমিল্লা থেকে মাদকের চালান অভিনব কায়দায় চাঁদপুর হয়ে মাদারীপুর নিয়ে বিক্রি করছে এই মাদক কারবারি। পুলিশ জানায়, কুমিল্লা থেকে প্রায় সময় বাসযোগে মাদককের চালান আসছে চাঁদপুরে। এর পূর্বেও মাদকসহ পুলিশ বেশ কয়েকজনকে ধরতে সক্ষম হয়েছে। কম্বলের ভিতরে মোড়ানো ১০ কেজি গাঁজা সহ আবুল হোসেনকে ধরার পর তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আইনে মামলা দায়ের করা হয়েছে। যারা মাদকের সাথে জড়িত থাকবে তাদেরকে পুলিশ চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসবে।