সরকারের স্থানীয় সরকার বিভাগ কর্তৃক গ্রাম আদালত বিষয়ে অবহিতকরণ এবং গ্রাম আদালতকে আরও কার্যকর ও গতিশীল করার জন্য পরামর্শ সংগ্রহ করার লক্ষ্যে বাংলাদেশের গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় শেরপুরে গ্রাম আদালত ব্যবস্থা সক্রিয়করণ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে জেলা ও দায়রা জজ এর সম্মেলন কক্ষে আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ জহিরুল কবির । অনুষ্ঠানে রিসোর্সপার্সন হিসাবে উপস্থিত ছিলেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সুলতান মাহমুদ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) তোফায়েল আহমেদ, ল্যাণ্ডসার্ভে ট্রাইব্যুনালের বিচারক (যুগ্ম জেলা ও দায়রা জজ) মাহবুব আলম মুয়াদ, সিনিয়র সহকারী জজ মো. মুসলিম উদ্দিন প্রমুখ। সভায় আরও উপস্থিত ছিলেন শেরপুর বিচার বিভাগের অন্যান্য বিচারক, বিভিন্ন আদালতের নাজির, বেঞ্চ সহকারী, কোর্ট ইন্সপেক্টর, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ প্রকল্পের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ। বাংলাদেশ সরকার,ইউএনডিপি ও ইউরোপীয় ইউনিয়ন এর কারিগরী ও আর্থিক সহযোগিতায় এবং স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের সহযোগীতায় মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভাপতির বক্তৃতায় সিনিয়র জেলা ও দায়রা জজ জহিরুল কবির বলেন, গ্রাম আদালত এর মাধ্যমে গ্রামের ছোট-খাট বিরোধ নিষ্পত্তি করে গ্রামের বিরোধ গ্রামেই নিস্পত্তি করতে হবে। যাতে করে স্থানীয় মানুষজন হয়রানীর শিকার না হয়। গ্রাম আদালত সক্রিয় হলে গ্রামের মানুষ যেমন শান্তিতে থাকতে পারবে তেমনি আদালত সমূহে মামলার চাপ কমবে। ইউনিয়ন চেয়ারম্যানদের সঠিকভাবে গ্রাম আদালত আইন ও বিধি অনুযায়ী ন্যায় বিচার নিশ্চিত করতে আহবান জানান।