নওহাটায় ফার্নিচার মার্টে ভয়াবহ অগ্নিকান্ড, ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

এম এম মামুন; রাজশাহী : | প্রকাশ: ১২ ফেব্রুয়ারী, ২০২৫, ০৭:৫১ পিএম
নওহাটায় ফার্নিচার মার্টে ভয়াবহ অগ্নিকান্ড, ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

রাজশাহীর পবা উপজেলার নওহাটা পৌরসভার পিল্লাপাড়ায় বিশ্বকর্মা ফার্নিচার মার্টে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) ভোর পৌনে ৬ টার দিকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, ভোর বিশ্বকর্মা ফার্নিচার মার্ট নামের এক প্রতিষ্ঠানে আগুন জ্বলছে এমন দৃশ্য দেখতে পান। বিশ্বকর্মা ফার্নিচার মার্ট এর মালিক শ্রী ক্ষিতীশ চন্দ্র সাহাকে ফোন করে আগুন লাগার বিষয়টি জানান। বিষয়টি নওহাটা ফায়ার সার্ভিস অফিসে ফোন করেন। টিমক বিষয়টি অবহিত করেন। ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করেন। বিশ্বকর্মা ফার্নিচার মার্ট প্রতিষ্ঠানের মালিক শ্রী ক্ষিতীশ চন্দ্র সাহা বলেন, অগ্নিকান্ডে ফার্নিচার দোকানের আসবাবপত্র তৈরীর কাজে ব্যবহৃত মেশিন ও আসবাবপত্র বানানো ভালো কাঠ পুড়ে গেছে। এতে প্রায় ২০ লক্ষ টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে। নওহাটা ফায়ার সার্ভিস অফিসের কর্মকর্তা রবিউল আলম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুৎ এর সটসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে পারে। যেহেতু ফার্নিচারে সিসি ক্যামেরা রয়েছে। সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে অগ্নিকান্ডের ঘটনা বের করার চেষ্টা চলছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে