আওয়ামী লীগের আমলে মত প্রকাশের স্বাধীনতা ছিল নাঃ রিজভী

মো: হেলাল উদ্দীন; বাগমারা, রাজশাহী : | প্রকাশ: ১২ ফেব্রুয়ারী, ২০২৫, ০৭:৫৮ পিএম : | আপডেট: ১৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:০৪ পিএম
আওয়ামী লীগের আমলে মত প্রকাশের  স্বাধীনতা ছিল নাঃ রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী বিগত হাসিনা সরকারের সমালোচনা করে বলেন, মত প্রকাশের কোনো স্বাধীনতা ছিল না। মতের বাইর গেলে গুম, খুন করা হয়েছে। আয়নাঘর তৈরি করে নেতা-কর্মীদের সেখানে বছরের পর বছর আটকে রাখা হয়েছে। গুম, নির্যাতন ছিল স্বাভাবিক কাজ। তিনি বলেন, মামলা দিয়েও হয়রানি করা হয়েছে। নিজের বিরুদ্ধে তিন শতাধিক মামলা থাকার কথা উল্লেখ করে বলেন,মতের বাইরে গেলে মামলা দেওয়া হতো। তিনি শেখ হাসিনার মেগা প্রকল্পের কথা উল্লেখ করে বলেন,মেট্রোরেল,পদ্মাসেতু তৈরি করে কোটি টাকা বিদেশে পাচার করেছে। শেখ হাসিনা ২৮ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। বুধবার বিকেলে তাহেরপুর পৌরসভার বিএনপির উদ্যোগে স্থানীয় স্কুল মাঠে আয়োজিত স্মরণ সভায় এসব কথা বলেন। তাহেরপুর পৌরসভা বিএনপির সভাপতি আবু নঈম মোহাম্মদ সামসুর রহমানের ( মিন্টু) সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির সদস্য সাইফুল ইসলাম মার্শাল, বিএনপির জেলা শাখার আহ্বায়ক আবু সাইদ চাঁদ, সদস্য সচিব বিশ্বনাথ সরকার, রাজশাহী মহানগরের আহ্বায়ক এরশাদ আলী ( ইশা), সদস্য সচিব মামুন অর রশিদ, বাগমারার সদস্য সচিব কামাল হোসেন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব জাহিদুল ইসলাম। উল্লেখ যোগ্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপি নেতা গোলাম মোস্তফা মামুন, মাসুদুর রহমান লিটন, শরিফুল ইসলাম জনি, সামসাদ বেগম মিতালি, আকতার জাহান পান্না, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) বাগমারা উপজেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি আবদুল ওয়াহেদ মণ্ডলের ২৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভার আয়োজন করা হয়। গত ২০০৩ সালে চরমপন্থীরা প্রকাশ্যে জবাই করে হত্যা করে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে