সীতাকুণ্ড প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে শিবিরের মতবিনিময় সভা

এফএনএস (জহিরুল ইসলাম; সীতাকুণ্ড, চট্টগ্রাম) :
| আপডেট: ১৩ ফেব্রুয়ারী, ২০২৫, ০১:৩০ পিএম | প্রকাশ: ১৩ ফেব্রুয়ারী, ২০২৫, ০১:৩০ পিএম
সীতাকুণ্ড প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে শিবিরের মতবিনিময় সভা

দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সীতাকুণ্ড থানা শাখার সাথে সীতাকুণ্ড প্রেস ক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১২ ফ্রেব্রুয়ারী) সন্ধ্যায় ফ্যাসিবাদ মুক্ত সীতাকুণ্ড প্রেস ক্লাবের শহীদ ওয়াসিম আকরাম মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এর আগে ফ্যাসিবাদ মুক্ত আহ্বায়ক কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সংগঠনের প্রকাশনা উপহার তুলে দেন ছাত্র শিবির নেতৃবৃন্দ। মতবিনিময় সভায় শিবির নেতৃবৃন্দ বলেন, দীর্ঘ ১৭ বছর ফ্যাসিবাদ সরকার ছাত্রশিবির কে নানাভাবে হামলা মামলা দিয়ে নির্যাতন করেছে। ৫ আগস্ট স্বৈরাচার মুক্ত হওয়ার পর ছাত্রশিবির প্রকাশ্যে সাংগঠনিক কাজ করছে। আর ৫ আগষ্টের পূর্বে সীতাকুণ্ড প্রেস ক্লাবের দিকে তাকালে আমাদের ভয় হত। কারণ এই প্রেস ক্লাবে বসেই ছাত্রশিবিরের তালিকা করে থানায় দেওয়া হতো। এসব করতো স্বৈরাচরী হাসিনা গং। সেই সীতাকুণ্ড প্রেস ক্লাব ফ্যাসিবাদ মুক্ত হওয়ায় ছাত্রশিবির আজ সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করতে পারছে। আমরা এই মতবিনিময় সভা থেকে ফ্যাসিবাদীদের হুশিয়ার করে বলতে চাই, সীতাকুন্ড প্রেস ক্লাবে আর যেন কোন স্বৈরাচারের দোসর সদস্য হতে না পারে। দৈনিক সকালের সময় প্রতিনিধি ফারহান সিদ্দিকীর সঞ্চালনায় ও সীতাকুণ্ড প্রেস ক্লাবের আহ্বায়ক ও দৈনিক আমার দেশ'র জহিরুল ইসলামের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন ছাত্র শিবির সীতাকুণ্ড থানা শাখার সভাপতি সাকিব শিকদার, সেক্রেটারি আবদুর রহমান, পৌরসভা সভাপতি এহসানুল হক, সীতাকুণ্ড প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ও সংগ্রাম প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর আলম বিএসসি, সদস্য সচিব ও দৈনিক ইনকিলাব প্রতিনিধ সুলাইমান মেহেদী হাসান, সদস্য কামরুজ্জামান, ইলিয়াছ ভুঁইয়া, ফারহান সিদ্দিক, অধ্যাপক নাজিমুজ্জামান, মোঃ মামুন, মোঃ সেলিম প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে