দৌলতপুরে অপারেশন ডেভিল হান্টে আটক ৫

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম শাহিন; দৌলতপুর, কুষ্টিয়া) : : | প্রকাশ: ১৩ ফেব্রুয়ারী, ২০২৫, ০১:৪১ পিএম
দৌলতপুরে অপারেশন ডেভিল হান্টে আটক ৫

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় দৌলতপুর থানা পুলিশ ও কুষ্টিয়া ডিবি পুলিশের বিশেষ অভিযানে উপজেলার চিহ্নিত চোর চক্রের ১ জন সদস্য সহ বিভিন্ন অপরাধের কারণে  ৫ জনকে গ্রেপ্তার গ্রেফতার করা হয়েছে। এলাকাবাসী ও পুলিশের তথ্যে জানা যায়, উপজেলার আড়িয়া ইউনিয়নের বড়গাংদিয়া গ্রামের  চিহ্নিত চোর চক্রের সদস্য ইনা কানা সহ দৌলতপুর সদর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সদস্য এনাম মেম্বার ও মাদক মামলার আসামি সহ রিফাইতপুর ইউনিয়নেরর দিঘলকান্দি গ্রামের ভেগোল মোল্লার ছেলে মেন্টু থোঁতাড়ী ও ভাদু মোল্লার ছেলে কাদের মোল্লাকে গত (১০ফেব্রুয়ারি২০২৫) সোমবার  দিবাগত রাতে তাদের এলাকায় রাতভোর অভিযান চালিয়ে গ্রেফতার করে। দৌলতপুর থানা পুলিশ ও কুষ্টিয়া ডিবি পুলিশের একটি আভিযানিক  দল। এ বিষয়ে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা জানান, সারা দেশব্যাপী চলমান অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে পূর্বের মামলাই দুইজনকে একজনকে নিয়মিত মামলায় একজনকে চুরি মামলায় ও একজনকে মাদক মামলাই গ্রেফতার করা হয়েছে। পূর্বের কোন মামলায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে সেটা সম্পর্কে তিনি কোন পরিষ্কার তথ্য দেননি তবে তিনি নিশ্চিত করেছেন সরকারি নির্দেশনা অনুযায়ী অপারেশন ডেভিল হান্টের চলমান প্রক্রিয়া এখনও সক্রিয় রয়েছে। এবং দৌলতপুর উপজেলায় যদি কেউ নাশকতা ও আইনশৃঙ্খলা ভঙ্গের চেষ্টা করে তাহলে তাদেরকেউ অপারেশন ডেভিল হান্টের আওতায় এনে গ্রেফতার করা হবে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে