চাটমোহর ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামী ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই,প্রত্যাহার শেষে বুধবার (১২ ফেব্রুয়ারি) রাতে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতীক পাওয়ার পরপরই বৃহস্পতিবার থেকে প্রচারণা শুরু হয়েছে জমজমাটভাবে। যদিও প্রার্থীরা আগে থেকেই প্রচারনায় ব্যস্ত হয়ে পড়েন। জানা গেছে,এবারের নির্বাচনে সভাপতি পদে লড়ছেন বর্তমান সভাপতি মোখলেসুর রহমান বিদ্যুৎ (প্রতীক আনারস) ও বিশিষ্ট ওষুধ ব্যবসায়ী মোঃ সাইফুল ইসলাম (প্রতীক দোয়াত কলাম)। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান সাধারণ সম্পাদক শেখ মোঃ জিয়ারুল হক সিন্টু (প্রতীক দেয়াল ঘড়ি) ও সাবেক সম্পাদক আঃ মুত্তালিব প্রমানিক (প্রতীক মোরগ)। সহ-সভাপতি পদে লড়ছেন বর্তমান সহ-সভাপতি আলহাজ্ব মোঃ মোজাম্মেল হক (প্রতীক টিউবওয়েল) ও বিশ্বজিৎ জোয়ার্দার (প্রতীক হরিণ)। সহ সাধারণ সম্পাদক পদে মোঃ এনামুল হক (হাতি),গৌতম কুন্ডু গৌড় (হেলিকপ্টার) ও মোশারফ হোসেন (ক্রিকেট ব্যাট) প্রতিদ্বন্দ্বিতা করছেন। কোষাধ্যক্ষ পদে লড়াইয়ে নেমেছেন সুদাম দত্ত (ময়ুর পাখি),শম্ভুনাথ রায় (টেলিফোন) ও জাহিদুর ইসলাম সাগর (ফুটবল)। বানিজ্যিক সম্পাদক পদে মোঃ নুরুল ইসলাম (রাজহাঁস) ও শরিফুল ইসলাম (র্যাকেট),প্রচার সম্পাদক পদে নজরুল ইসলাম (কলস) ও আশরাফুল ইসলাম (মাইক),সাংগঠনিক সম্পাদক পদে মামুনুর রশিদ নান্টু (পদ্মফুল) ও আমিরুল ইসলাম (রেলগাড়ী),দপ্তর সম্পাদক পদে নুর মোহাম্মদ রান্টু (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত) ও সমাজকল্যাণ সম্পাদক পদে রবিউল করিম (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত) এবং কার্যকরী সদস্য পদে হাফেজ আঃ বাতেন (বাল্ব),সাইফুল ইসলাম (জগ) ও বকুল হোসেন (চশমা) প্রতিদ্বন্দ্বিতা করছেন। চাটমোহর ব্যবসায়ী সমিতির মোট ভোটার ১২৫৯ জন।