নাঙ্গলকোটে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

এফএনএস (মাইনুদ্দিন দুলাল; নাঙ্গলকোট, কুমিল্লা) : | প্রকাশ: ১৩ ফেব্রুয়ারী, ২০২৫, ০৬:৩০ পিএম
নাঙ্গলকোটে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা দৌলখাঁড় ইউনিয়নের মুরগাঁও গ্রামের জানে আলমের পুত্র জিয়াউল হক জিয়া(৩৫) বৃহস্পতিবার সকাল ৯টার দিকে তাদের নিজস্ব মৎস্য খামারে বিদ্যুস্পৃষ্টে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার মুরগাঁও গ্রামের জিয়াউল হক জিয়া তাদের মৎস্য প্রজেক্টে সেচ করতে গিয়ে মেশিন ঘরে সকাল ৯টার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে। সে স্থানীয় জোড্ডা বাজারে কীটনাশক ব্যবসা করতেন। নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ একে ফজলুল হক বলেন, আপনাদের মাধ্যমে শুনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে