বাংলাদেশের সকল স্কুল কলেজ সমূহের শ্রেণিকক্ষ মাল্টিমিডিয়ার আওতায় আনা হবে বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের। বৃহস্পতিবার দুপুরে ছয় দিনব্যাপী শিক্ষা প্রতিষ্ঠান প্রধান এবং সহ প্রধানদের নিয়ে আয়োজিত ছয় দিনের প্রশিক্ষণ কর্মশানার সমাপনী দিনে অনলাইন প্লাটফর্মে তিনি একথা বলেন।যশোর টিচার্স ট্রেনিং কলেজে আয়োজিত অনলাইন প্লাটফর্মে দেশের ১৪ টি শিক্ষক প্রশিক্ষণ কলেজে ১৯২০ জন প্রশিক্ষনার্থী সমাপনী অনুষ্ঠানে স্ব-স্ব প্রতিষ্ঠান থেকে সংযুক্ত হন।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ডঃ মোঃ এহতেসাম উল হক। সার্বিক অনুষ্ঠান পরিচালনা করেন প্রশিক্ষণের প্রকল্প পরিচালক প্রফেসর মোঃ সাহেদুল কবির। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের বলেন - বর্তমান সরকার শিক্ষার মান উন্নয়নে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। শিক্ষার্থীদের লেখাপড়ার প্রতি আকর্ষণ সৃষ্টি করার জন্য প্রতিটি শিক্ষকদের মানসম্পন্ন মাল্টিমিডিয়া ক্লাসের উপর প্রশিক্ষণ দেয়া হচ্ছে। দেশের সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণিকক্ষ গুলো মাল্টিমিডিয়ার আওতায় আনা হবে। অনলাইন প্লাটফর্মে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন - শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিবিক্ষন ও মূল্যায়ন সেক্টরের মহাপরিচালক মাহবুবুর রহমান, মনিটরিং এন্ড ইভুয়েলেসন এর পরিচালক মোঃ আবেদ নোমানী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ফেনী সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ রমজান আলী, যশোর শিক্ষক প্রশিক্ষণ কলেজের অধ্যক্ষ, ঢাকা মাইলস্টোন কলেজের উপাধ্যক্ষ শায়লা ফারজানা, ঝিকরগাছা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ইলিয়াস উদ্দীন প্রমূখ। সমাপনী অনুষ্ঠান শেষে সকল প্রশিক্ষনার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়।