রাজশাহীর বাগমারায় বীর মুক্তিযোদ্ধা মকছেদ আলী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার সকালে রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান প্রদর্শন শেষে বীর মুক্তিযোদ্ধা মকছেদ আলীর জানাযা অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা মকছেদ আলী বুধবার নিজ বাড়িতে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে দ্রæত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। মৃত্যুকালে স্ত্রী, ৪ ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বীর মুক্তিযোদ্ধা মরহুম মকছেদ আলীর বাড়ি ঝিকরা ইউনিয়নের গুনিয়াডাঙ্গা গ্রামে। সে মৃত ফয়েজ উদ্দিনের ছেলে। রাষ্ট্রীয় মর্যাদা প্রদর্শন কালে উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভ‚মি) নাহিদ হোসেন, ঝিকরা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই সাদিকুল ইসলাম সহ বীর মুক্তিযোদ্ধা আবু তালেব, আব্দুস সালাম, আফসার আলী, আফজাল হোসেন, সামসুল ইসলাম, পারিবারিক আত্মীয় স্বজন, এলাকাবাসী ও ধর্মপ্রাণ মুসল্লীগণ উপস্থিত ছিলেন। জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।