সীতাকুন্ডে ক্ষতিকারক টায়ার ফ্যাক্টরি অপসারনের দাবিতে মানবন্ধন

এফএনএস (জহিরুল ইসলাম; সীতাকুণ্ড, চট্টগ্রাম) : | প্রকাশ: ১৩ ফেব্রুয়ারী, ২০২৫, ০৭:৪৮ পিএম
সীতাকুন্ডে ক্ষতিকারক টায়ার ফ্যাক্টরি অপসারনের দাবিতে মানবন্ধন

চট্টগ্রামের সীতাকুণ্ডে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের ইয়াছিন নগর এলাকায় অবস্থিত ক্ষতিকারক টায়ার ফ্যাক্টরি অপসারনের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন করেছে। আজ ১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকালে  স্থানীয় এলাকাবাসী এসকেএম জুট মিলস এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মানববন্ধন করেন। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র জনতার পাশাপাশি সাধারণ ছাত্রছাত্রীরা এ টায়ার ফ্যাক্টরি অপসারনের দাবিতে মহাসড়কের পাশে অবস্থান নিয়েছেন। বিক্ষুব্ধ  এলাকাবাসী ও ছাত্র নেতৃবৃন্দ বলেন, টায়ার ফ্যাক্টরি ক্ষতিকারক গন্ধে আমাদের শরীরের নানা ধরনের রোগ তৈরি হচ্ছে। শ্বাসকষ্ট হতে শুরু করে কঠিন রোগ আমাদের শরীরে  দেখা দিচ্ছে। যার জন্য এ  এলাকায় বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। আমরা এর প্রতিকার চেয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। এ সময় এলাকার শতাধিক নারী-পুরুষ, শিশু থেকে বৃদ্ধ এবং সাধারণ ছাত্রছাত্রীরা সহ বৈষম্য বিরোধী ছাত্র নেতারা উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে