চট্টগ্রামের সীতাকুণ্ডে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের ইয়াছিন নগর এলাকায় অবস্থিত ক্ষতিকারক টায়ার ফ্যাক্টরি অপসারনের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন করেছে। আজ ১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকালে স্থানীয় এলাকাবাসী এসকেএম জুট মিলস এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মানববন্ধন করেন। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র জনতার পাশাপাশি সাধারণ ছাত্রছাত্রীরা এ টায়ার ফ্যাক্টরি অপসারনের দাবিতে মহাসড়কের পাশে অবস্থান নিয়েছেন। বিক্ষুব্ধ এলাকাবাসী ও ছাত্র নেতৃবৃন্দ বলেন, টায়ার ফ্যাক্টরি ক্ষতিকারক গন্ধে আমাদের শরীরের নানা ধরনের রোগ তৈরি হচ্ছে। শ্বাসকষ্ট হতে শুরু করে কঠিন রোগ আমাদের শরীরে দেখা দিচ্ছে। যার জন্য এ এলাকায় বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। আমরা এর প্রতিকার চেয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। এ সময় এলাকার শতাধিক নারী-পুরুষ, শিশু থেকে বৃদ্ধ এবং সাধারণ ছাত্রছাত্রীরা সহ বৈষম্য বিরোধী ছাত্র নেতারা উপস্থিত ছিলেন।