কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা বাহাদুরপুর ইউনিয়ন মাধবপুর গ্রামের আনোয়ার হোসেনের পুত্র রফিকুল ইসলাম (৩২) ও জুনিয়াদহ এলাকার ফজলু শেখ এর পুত্র রাশিদুল ইসলাম (২৮) নামে ২ যুবক সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহতদের পরিবার সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার সৌদি আরবের সড়ক দূঘটনায় কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এই খবর তাদের বাড়িতে এসে পৌছালে শোকে মাতম। ২ জনের লাশের অপেক্ষায় তাদের পরিবার। কবে লাশ সৌদি আরব থেকে আসবে তা তাদের জানা নাই।
ফজলু জানান, নিহতের পরিবার কিছুদিন আগে বিভিন্ন এনজিও ও আত্মীয়স্বজনদের নিকট হতে ঋণ করে ছেলেকে বিদেশ প্রেরণ করে, বুক ভরা আশা নিয়ে, সেই আশা এখন নিরাশাই পরিণত হয়েছে। কে দিবে এই লোনের টাকা কে নেবে তার সংসারের ভার।