১লা জানুয়ারী সারাদেশের ন্যায় কুড়িগ্রামেও প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্য বই বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
জেলার নাগেশ্বরী উপজেলার নারায়নপুর ইউনিয়নের দুর্গম এলাকা কুলামোয়া মাঝিয়ালীর চর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে সকাল ১০ টায় চরাঞ্চলের শিক্ষার্থীদের হাতে নতুন বছরের প্রথম দিন নতুন বই তুলে দিয়ে কার্যক্রমের উদ্বোধন করেন কুড়িগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুজাউদ্দৌলা, নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর আহমেদ মাসুম ও উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামান।আজ নতুন বছরের প্রথম দিন ১ জানুয়ারী সকাল ১০টা থেকে জেলার এক হাজার ৮'শ ৩৬টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৬ লাখ শিক্ষার্থীর মধ্যে ধাপে ধাপে বই বিতরণ কার্যক্রমের শুরু হয়। এদিকে কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রথম দিনে চতুর্থ শ্রেনীর দুই শিফটের ১২০ জন শিক্ষার্থীর হাতে নতুন পাঠ্য বই তুলে দিয়ে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান শিক্ষক রুখসানা পারভীন। একই ভাবে জেলা সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ।
এ বিষয়ে কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম জানান, করোনা পরিস্থিতিতে এ বছর সেভাবে বই উৎসব না হলেও আমরা বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে কার্যক্রমের সূচনা করেছি। আশাকরি স্বাস্থ্য বিধি মেনে সঠিক সময়ের মধ্যে সকল শিক্ষাথীর হাতে নতুন বই তুলে দিতে পারবো।