নীলফামারীর কিশোরগঞ্জে বড়ভিটা ইউপি চেয়ারম্যানের পুকুর থেকে উদ্ধারকৃত অজ্ঞাত লাশের পরিচয় শনিবার বিকালে সনাক্ত হয়েছে। ওই ব্যক্তির নাম আবদুল গফুর ওরফে ছেনু (৬৫)। তিনি জলঢাকা উপজেলার খুটামারা ইউনিয়নের কিশামত বটতলা গ্রামের মৃত আমদ্দি মামুদের ছেলে।
জানা যায়, শুক্রবার সকালে বড়ভিটা বাজার ও চেয়ারম্যানের চাতাল সংলগ্ন পুকুরে ওই ব্যক্তির লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন জড়ো করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে জেলার মর্গে পাঠায়। বেওয়ারিশ লাশ হিসেবে রাতে উপজেলা সরকারি কবরস্থনে তার দাফন হয়।
কিশোরগঞ্জ থানার ওসি রাজীব কুমার রায় জানান, অজ্ঞাত লাশের পরিবারের লোকজন থানায় এসে তার ছবি দেখে সনাক্তের বিষয়টি নিশ্চিত করেছেন। নিঃসন্তান ওই ব্যক্তির মৃগী রোগ ছিল। প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে হয়ত পানিতে পড়েছে। কারো প্রতি তাদের কোন অভিযোগ নাই।