মুন্সীগঞ্জের গজারিয়ায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ বজলুর রহমান (৪০) ও সুজন মোল্লা (২৭) নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টার দিকে ধৃতদের মাদক আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এর আগে গেল সোমবার উপজেলার হোসেন্দী ইউনিয়নের ভবানীপুর ও টেঙ্গারচর ইউনিয়নের বৈদ্যারগাঁও গ্রামে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় বজলুর রহমান কাছ থেকে ১৭ পিস এবং সুজন মোল্লার কাছ থেকে ১৬ পিছ ইয়াবা ট্যবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার হোসেন্দী ইউনিয়নের ভবানীপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে বজলুর রহমান অপরজন একই উপজেলার টেঙ্গারচর ইউনিয়নের বৈদ্যারগাঁও গ্রামের জসীম মোল্লার ছেলে সুজন মোল্লা। বিষয়টি নিশ্চিত করেছেন গজারিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মোল্লা সোহেব আলী। তিনি বলেন, গজারিয়া থানাকে মাদকমুক্ত করতে চলমান অভিযানের অংশ হিসেবে ইয়াবাসহ তাদের আটক করা হয়। মাদক বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।