মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টূর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে ভবেরচর ওয়াজীর আলী বহুমুখী উচ্চবিদ্যালয় মাঠে এই খেলার আয়োজন করা হয়। খেলায় অংশগ্রহণ করেন পুরান বাউশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম ভিটিকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় (বালিকা)। এ সময় ভিটিকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-০ গোলে বাউশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহফুজ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গজারিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আতাউর রহমান নেকি খোকন, গজারিয়া উপজেলা শিক্ষা অফিসার আবদুল কাদের মিয়া, গজারিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মোল্লা সোহেব আলী, হোসেন্দী ইউপি চেয়ারম্যান মনিরুল হক মিঠু, টেঙ্গারচর ইউপি চেয়ারম্যান কামরুল হাসান ফরাজী, ইমামপুর ইউপি চেয়ারম্যান হাফিজুজ্জামান খান জিতু, ভবেরচর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সাহিদ মো. লিটন প্রমুখ। এ সময় অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন, গজারিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সারোয়ার আহমেদ সহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।