নোয়াখালীর সেনবাগ থানা পুলিশ এক অভিযান চালিয়ে মোঃ জাকির হোসেন প্রকাশ কাঞ্চন (২৫) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। এ সময় পুলিশ তার নিকট থেকে ২৫ পিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। গ্রেপ্তারকৃত জাকির হোসেন কাঞ্চন সেনবাগ উপজেলার কাবিলপুর ইউপির হাশেম ভান্ডারী বাড়ির বেলাল হোসেনের ছেলে। বৃহস্পতিবার রাতে থানার এসআই সঞ্জয়ের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স উপজেলা দিলদার মার্কেট থেকে তাকে গ্রেপ্তার করে। এ ঘটনায় থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে গ্রেপ্তারকৃতকে বৃহস্পতিবার বিকেলে নোয়াখালী বিচারিক আদালতে প্রেরণ করা হয়েছে।