বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দিনাজপুরের হিলিতে দোয়া মাফিল আনুষ্ঠিত হয়েছে।
হাকিমপুর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে শুক্রবার বিকাল ৫ টায় বাংলাহিলি বাজারস্থ দলীয় কার্যালয়ে হাকিমপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলী হোসেন এর সভাপতিত্ব আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় যুবদল, ছাত্রদল, কৃষকদলসহ পৌর ও ইউনিয়ন নেতাকর্মীরা এতে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠিত আলোচনা শেষে বিএনপি”র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়, এতে দোয়া পরিচালনা করেন মওলানা এজাজ কবির।
এসময় আরো উপস্থিত ছিলেন, হাকিমপুর উপজেলা বিএনপি”র সভাপতি ফেরদৌস রহমান, সহ-সভাপতি ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পারুল নাহার, যুগ্ন সাধারণ সম্পাদক এস,এম রেজা আহম্মদ বিপুল, ম্মোফাজ্জল হোসেন মোফা, উপজেলা যুবদলের আহ্বায়ক সাহ আলম, পৌর যুবদলের আহ্বায়ক মাজহারুল ইসলাম রাজ, যুগ্ন আহ্বায়ক কাউছার হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আনোয়ার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের, সদস্য সচিব সোহেল হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন, সদস্য সচিব আবদুল রাজ্জাকসহ অনেকে এতে অংশগ্রহণ করেন, অনুষ্ঠান সঞ্চালনা করেন হাকিমপুর উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের, যুগ্ন আহ্বায়ক আজ্জিম মল্লিক টিটন।