রংপুরের পীরগঞ্জে সাজাপ্রাপ্ত আসামী, অপহরণকারী, পলাতক ও জুয়াড়ীসহ ২০ জনকে গ্রেপ্তার এবং অপহৃত রাজিয়া খাতুন (১৫) কে উদ্ধার করেছে পীরগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারকৃতদের রংপুর কোর্টে সোপর্দ করা হয়। পীরগঞ্জ থানার ওসি আনোয়ারুল ইসলাম জানান, সোমবার রাতে বিশেষ অভিযান চালিয়ে উপজেলার রায়পুর ইউনিয়নের কানঞ্চগাড়ী গ্রামের এফাজ উদ্দিনের ছেলে সাজাপ্রাপ্ত মোস্তাফিজুর রহমান, পলাতক আসামি রামনাথপুর ইউনিয়নের রাধাকৃষ্ণপুর গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী শেফালী বেগম ও ছেলে শিপন মিয়া, শিশু অপহরণ মামলার আসামি মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ী পাগলা বাজারের বদিউজ্জামানের ছেলে সিয়াম কে গ্রেপ্তার করা হয়। জি.আর মামলায় চতরা ইউনিয়নের আল-আমিন, চন্ডিদুয়ারের আবদুর রাজ্জাক, বড় আলমপুরের জোনাব মিয়া ও মিঠিপুর ইউনিয়নের হাসানপুর গ্রামের তাহেরুল ইসলাম তারুকে গ্রেপ্তারী পরোয়ানা মূলে গ্রেপ্তার করা হয়। এছাড়াও গোপন সংবাদের ভিত্তিতে একই রাতে পীরগঞ্জ থানার এস.আই সিরাজুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে বড়দরগা এলাকা থেকে জুয়ার সরঞ্জামসহ ১০ জন জুয়াড়ীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো-ধুলগাড়ী গ্রামের আবদুল ওয়াহেদ, নখারপাড়ার সুলতান মন্ডল, বড় করিমপুরের জহুরুল ইসলাম, সাহাপাড়া গ্রামের আবু তাহের, শাহজাহান মিয়া, সাহা মিয়া, দীনেশ চন্দ্র, পঞ্চারাম, ঈসমাইলপুরের শ্রীফল মিয়া, ছোট মির্জাপুরের চান মিয়া, আবু আসলাম, ভগবানপুরের মনিরুজ্জামান লিখন। উল্লেখ্য, গত ১৯ সেপ্টেম্বর বিকেলে কোচিং শেষে বাড়ী ফেরার পথে রাজিয়া খাতুন কে অপহরণ করা হয়। টাঙ্গাইল জেলার মির্জাপুর থেকে বদিউজ্জামানের ছেলে অপহরণকারী সিয়াম কেও গ্রেপ্তার করা হয়েছে।