খুলনার ডুমুরিয়ায় নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণের উপর ইউনিয়ন পর্যায়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে ভান্ডারপাড়া ইউনিয়ন পরিষদ সভা কক্ষে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান সঞ্জয় বিশ্বাস। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দীপক বিশ্বাস বিশিষ্ট সমাজসেবক ভাণ্ডারপাড়া ইউনিয়ন পরিষদ সম্মানিত অতিথিহিসেবে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মোঃ তৌহিদুজ্জামান সহ ইউপি সদস্যবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত কর্মশালায় প্রকল্পের উদ্দেশ্য সম্পর্কে জানানো হয় যে, ২০১৯ সাল থেকে এ পর্যন্ত জলবায়ু পরিবর্তনের ফলে এবং কোভিড-১৯ এর প্রভাবে যে সকল প্রবাসি দেশে ফেরত এসেছেন, ছুটিতে দেশে ফেরত আসা প্রবাসী এবং ক্ষতিগ্রস্থ হয়ে বেকার ও খারাপ অবস্থায় দিন কাটাচ্ছেন তাদের পুনরেত্রীকরণ করা।
কর্মশালার উদ্দেশ্য ব্যাখা ও মুল প্রবন্ধ উপস্থাপন এবং স্বাগত বক্তব্য প্রদান করেন ব্র্যাক খুলনার সেক্টর স্পেশালিষ্ট ইকোনমিক রিইন্টিগেশন মেহেদী হাসান। কর্মশালায় সার্বিক দায়িত্বে ছিলেন মাইগ্রেশন প্রোগ্রামের ডুমুরিয়া উপজেলার ফিল্ড অর্গানাইজার সুজন দাস।