বাগেরহাটের মোল্লাহাটে শিক্ষাক্রম বিস্তরণ বিষয়ক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের চতুর্থ ব্যাচের প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা রিসোর্স সেন্টারের আয়োজনে এর নিজস্ব সেমিনার কক্ষে শনিবার সকালে এ প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা শোভন সরকার। এ সময় উপস্থিত ছিলেন ইউআরসি ইনস্ট্রাক্টর রনজিৎ কুমার মিস্ত্রি ও প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান প্রমূখ।
উল্লেখ্য, প্রতি ব্যাচে ৩০ জন করে ৩ দিন এভাবে পর্যায়ক্রমে উপজেলার প্রাথমিক স্তরের সকল শিক্ষককে প্রশিক্ষণ প্রদান করা হবে।