রাজশাহীর বাগমারায় প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে শনিবার ১০ টায় উপজেলা সদর ভবানীগঞ্জ প্রাণিসম্পদ হাসপাতাল চত্বরে পিপিআর টিকা প্রদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা এ, এফ, এম আবু সুফিয়ান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আহসান হাবিব। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার, উপজেলা প্রাণিসম্পদ অফিসের ভেটেরিনারি সার্জন পবিত্র কুমার, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আবদুল মালেক মন্ডল, বাগমারা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আকতার বেবী, চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, বাগমারা উপজেলা আ.লীগের সহ-সভাপতি মতিউর রহমান টুকু, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, দপ্তর সম্পাদক নূরুল ইসলাম, স্থানীয় নেতৃবৃন্দ। আলোচনা শেষে পরে প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে ছাগলের শরীরে পিপিআর টিকা প্রদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়।